কর্মক্ষেত্রে যে ১০টি কাজ ভুলেও করবেন না

০৫ মে ২০২১

সরকারি কিংবা বেসরকারি যে কোনো চাকরিতে দিনের একটা বড় সময় ব্যয় করেন চাকরিজীবীরা। গ্রহিতাদের সাথে  কাজ করা, চুক্তি নিয়ে বোঝাপড়া, বিভিন্ন রকম আইডিয়া উপস্থাপনসহ বিভিন্ন বিষয় নিয়ে ব্যস্ত সময় পার করতে হয় অফিসে। অনেক সজাগ থাকার পরও ছোটখাট কিছু না কিছু ভুল হয়েই যায়। যাই হোক, যে ভুলগুলো আমরা প্রায়ই কর্মক্ষেত্রে করে থাকি, তা সবসময়ই যে অফিশিয়াল কাজের সাথে সম্পর্কিত তা কিন্তু নয়।
অফিসে করা যাবে না এমন কিছু কাজ সম্পর্কে আসুন জেনে নেয়া যাক:
১. রূঢ় কণ্ঠে ও রাগান্বিত স্বরে আঙুল উঁচিয়ে কথা বলা থেকে বিরত থাকবেন।
২. কথা বলতে বলতে আঙুল ফোটানো, মাথা, ঘাড় বা কান চুলকানো যাবে না।
৩. অকারণে নাক টানা বা কাশি দেয়া উচিত নয়।
৫. গ্রুপিং/ লবিং/ অফিস পলিটিকস করা একটি গর্হিত কাজ।
৬. অফিসের অন্য কলিগদের কাজের ব্যাপারে অহেতুক কৌতূহলী হওয়া খুব বাজে একটি অভ্যাস।
৭. আপ্যায়নে অতিরিক্ত খরচ করাও ঠিক নয়।
৮. মিটিং বা কনফারেন্সে প্রধান অতিথির আসন গ্রহণের সময় বসে থাকা বেয়াদবি।
৯. প্রতিষ্ঠানে আমিই একাই কাজ করি। বাকী সবাই স্বার্থপর। কেউ কাজ করে না। এই মানসিকতা পোষণ করা একেবারেই উচিত নয়।
১০. কাজ শেষে ফাইল বা ব্যবহৃত জিনিস যথাস্থানে না রাখা বড় বাজে অভ্যাস।


মন্তব্য
জেলার খবর