মানব মস্তিষ্কে মেমরি কার্ড স্থাপন!

২৫ জানুয়ারী ২০২২

প্রযুক্তির চরম উৎকর্ষতায় পৌঁছে গেছে মানব জাতি। বিজ্ঞানের নিত্য-নতুন আবিষ্কার মুগ্ধ করার পাশাপাশি চমকিতও করছে। মোবাইল কিংবা যেকোনো ধরণের ইলেক্ট্রনিক ডিভাইসে মেমরি কার্ড ব্যবহার নতুন কোনো বিষয় নয়। তবে যদি মানুষের মস্তিষ্কে মেমরি কার্ড বসানো হয়, তাহলে তা হবে অবিশ্বাস্য ব্যাপার। কিন্তু সেটাই হতে যাচ্ছে বলে দাবি করেছে মার্কিন ধনকুবের ইলন মাস্কের প্রতিষ্ঠান নিউরোটেক স্টার্টআপ নিউরালিংক।

 

মানুষ যেন পুরনো কোনো কথা ভুলে না যায়, সেজন্য এটি কাজ করবে। এর পাশাপাশি এতে আরও অনেক সুবিধাও থাকবে। ইতোমধ্যে এ ব্রেইন চিপ বানরের ওপর পরীক্ষা চালানো হয়েছে। তাতে দেখা গেছে, ব্রেইন চিপটি স্থাপনের পর বানরটি মন দিয়ে ভিডিও গেমস খেলতে পারছে। এখন চেষ্টা করা হচ্ছে মানুষের মস্তিষ্কে পরীক্ষা চালানোর।

 

 

ইলন মাস্কের মতে, প্যারালাইসিসে আক্রান্ত ব্যক্তিরা বা যারা স্মৃতি হারিয়ে ফেলার মতো ভয়ঙ্কর সমস্যার মধ্য দিয়ে গেছেন, মূলত তাদের কথা চিন্তা করেই এ বিষয়টি চিন্তা করা হয়েছে।

 

ইলন মাস্ক বলেছেন, নিউরালিংক ডিভাইসটি একটি ছোট্ট কয়েনের আকারের এবং এটি খুব সহজেই মাথার ভেতরে স্থাপন করা যেতে পারে। এর মাধ্যমে প্রথমে মস্তিষ্কের রোগে আক্রান্তদের নিরাময় দেওয়ার চেষ্টা করা হবে।

 

এটি সফল হলে- শুধুমাত্র এই একটি যন্ত্রের সাহায্যেই মস্তিষ্ক ও মেরুদণ্ডের সমস্যা সহজেই সমাধান করা যাবে বলে দাবি করেন তিনি।


মন্তব্য
জেলার খবর