আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোথাও লেভেল ফিল্ড প্লেয়িংয়ের অভাব নেই বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। বলেছেন, কোনো প্রার্থীর সঙ্গে না, জনগণের সঙ্গে কথা বলেছি আমরা। তারা যেন সমান সুযোগ পায়, এটা প্রমাণ করবেন। মোটেও পক্ষপাতিত্ব করবে না প্রশাসন।
সোমবার (১৯ জানুয়ারি) লক্ষ্মীপুরে গণভোট সংক্রান্ত জনসচেতনতামূলক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন৷ অর্থ উপদেষ্টা বলেন, ২২ জানুয়ারি প্রচার-প্রচারণা শুরু হবে। এরপর কেউ সভা-সমাবেশ করলে সেটা নির্বাচন কমিশনের আয়ত্তে।
দ্রুত বাংলাদেশকে আরও ভালো জায়গায় নিয়ে যেতে হবে উল্লেখ করে উপদেষ্টা বলেন, এটি সবচেয়ে বড় চ্যালেঞ্জ। যাকে আপনি ভোট দিয়েছেন, তিনি হোক আর অন্য কেউ হোক, আপনার সমান অধিকার তাকে দিতে হবে। মানুষ হবে অডিটরের মতো। অডিটর যেমন নিরীক্ষা করে, টাকা-পয়সার হিসাব চায়। আপনারাও টাকা-পয়সা, কাজকর্মের হিসাব পাবেন। এতে আপনারা গ্রহণযোগ্যতা পাবেন।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে