নতুন প্রধান বিচারপতি হলেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী

নিজস্ব প্রতিবেদক
২৪ ডিসেম্বর ২০২৫

দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে জুবায়ের রহমান চৌধুরীকে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাতে তার নিয়োগ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন বিচার সংসদবিষয়ক মন্ত্রণালয়।

৬৭ বছর পূর্ণ হওয়ায় দেশের বর্তমান ২৫তম প্রধান বিচারপতি . সৈয়দ রেফাত আহমেদ অবসরে যাচ্ছেন আগামী ২৭ ডিসেম্বর। এর ৪ দিন আগে নতুন প্রধান বিচারপ্রতি নিয়োগ করলো সরকার।

নতুন প্রধান বিচারপতি বর্তমান প্রধান বিচারপতি . সৈয়দ রেফাত আহমেদের স্থলাভিষিক্ত হবেন। আগামী ২৮ ডিসেম্বর শপথ নেবেন তিনি।

জুবায়ের রহমান চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি অনার্স এলএলএম ডিগ্রি নিয়েছেন। এর পর যুক্তরাজ্যে আন্তর্জাতিক আইনের ওপর আরেকটি মাস্টার্স করেছেন। ১৯৮৫ সালে জজ কোর্টে এবং ১৯৮৭ সালের সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। এরপর ২০০৩ সালে অতিরিক্ত বিচারক হিসেবে হাইকোর্ট বিভাগে নিয়োগ পান তিনি। এর এক বছর পর ২০২৪ সালের ১২ আগস্ট রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন তাকে আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ দেন।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে



মন্তব্য
জেলার খবর