ভারতের সঙ্গে রাজনৈতিক সম্পর্ক উন্নয়নে সরকার কাজ করছে

নিজস্ব প্রতিবেদক
২৩ ডিসেম্বর ২০২৫

 ভারতের সঙ্গে বাংলাদেশের রাজনৈতিক সম্পর্ক যে খুব খারাপ হয়ে গেছে তা নয় উল্লেখ করে অর্থ উপদেষ্টা . সালেহউদ্দিন আহমেদ বলেছেন, তবে আমরা চেষ্টা করছি সম্পর্ক যেন কোনোভাবেই অস্বাভাবিক না হয়। রাজনৈতিক সম্পর্ক উন্নয়নে সরকার কাজ করছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ঢাকায় সচিবালয়ে  সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কথা বলেন। সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন  উপদেষ্টা।  

ভারতের সঙ্গে রাজনৈতিক সম্পর্ক উন্নয়নে প্রধান উপদেষ্টা নিজেও চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানান অর্থ উপদেষ্টা। তিনি আরও বলেন, কোনো প্রতিবেশীর সঙ্গেই তিক্ত সম্পর্ক চায় না বাংলাদেশ।

অর্থ উপদেষ্টা জানান, ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক আছে।  আমাদের বাণিজ্য রাজনীতিকে আলাদা করে দেখতে হবে। সেখানে কূটনৈতিক অনেক বিষয় থাকবে। আমরা ভারত থেকে চাল না এনে ভিয়েতনাম থেকে আনতে গেলে প্রতি কেজিতে আরও ১০ টাকা বেশি লাগবে বলেও জানান উপদেষ্টা।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে

 



মন্তব্য
জেলার খবর