দিনে বক্তৃতা, রাতে আসামি ছাড়াতে তদবির নেতাদের

নিজস্ব প্রতিবেদক
২৩ ডিসেম্বর ২০২৫

যাদের গ্রেফতার করা হয়, তাদের ছাড়াতে দিনে বক্তব্য দেওয়া রাজনৈতিক নেতারা রাতে তদবির করেন বলে জানিয়েছেন। পুলিশের চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি মো. আহসান হাবীব পলাশ।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) নির্বাচন কমিশনের এক মতবিনিময় সভায় কথা বলেন তিনি।  গণভোট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন ব্যবস্থাপনা নিয়ে  ঢাকায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সভা হয়।

ডিআইজি পলাশ আরও বলেন, গণমাধ্যমে যা দেখছি তাতে মনে হয় সিরিয়া-লিবিয়ায় বসবাস করছি। দেশের মানুষের কথা ভেবে সাংবাদিকরা প্রতিবেদন করলে ভালো হয়। বর্তমানে কারও কাছ থেকে সাহায্য-সহযোগিতা পাচ্ছি না আমরা।

সভায় পুলিশ প্রশাসনের কর্মকর্তারা জানান, নির্বাচন ঘিরে সুষ্ঠু, নিরপেক্ষ উৎসবমুখর পরিবেশ সৃষ্টিতে বদ্ধপরিকর তারা। আইনশৃঙ্খলা রক্ষা, সীমান্ত নিরাপত্তা জোরদার প্রযুক্তির অপব্যবহার রোধে জিরো টলারেন্স নীতি নেওয়া হয়েছে। চিহ্নিত অপরাধীদের জামিন রোধ অবৈধ অস্ত্র উদ্ধারে কঠোর পদক্ষেপের ওপর জোর দেওয়া হয় সভায়।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে

 



মন্তব্য
জেলার খবর