আপনি দেশের মালিক। আপনার পক্ষে আগামী ৫ বছর কারা দেশটা চালাবে- সেটা আপনি ঠিক করে দেবেন। পছন্দের প্রার্থীকে ভোট দিন। সৎ ও সমর্থ প্রার্থী বেছে ভোট দিন। চিন্তা-ভাবনা করে ভোট দিন।
সোমবার (২২ ডিসেম্বর) এক ভিডিও বার্তায় এসব কথা বলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ভোটের গাড়ি—সুপার ক্যারাভানের উদ্বোধনী অনুষ্ঠানে এ ভিডিও বার্তা দেওয়া হয়। ঢাকায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এ অনুষ্ঠান হয়।
দেশের তরুণ, নারী ভোটার এবং প্রথমবার ভোটার হওয়া নাগরিকদের উদ্দেশে প্রধান উপদেষ্টা বলেন, আপনারা এগিয়ে আসুন। প্রশ্ন করুন, জানুন, বুঝুন এবং ভোট দিন। আপনার সিদ্ধান্তেই গড়ে উঠবে আগামী দিনের বাংলাদেশ— নতুন বাংলাদেশ।
প্রধান উপদেষ্টা বলেন, আমরা এমন একটি নির্বাচন চাই, যেখানে ভয়, বাধা থাকবে না। থাকবে শুধু জনগণের মুক্ত ও নির্ভীক মতপ্রকাশ। সরকার সেই পরিবেশ নিশ্চিত করতে বদ্ধপরিকর।
ভোটের গাড়ি—সুপার ক্যারাভান প্রসঙ্গে ড. ইউনূস বলেন, এটা কেবল একটি গাড়িই নয়, এটি গণতন্ত্রের আনন্দবাণী বহনকারী বহর। এটি জানিয়ে দেবে, আপনার একটি ভোট কতটা গুরুত্বপূর্ণ। মনে করিয়ে দেবে—নিষ্ক্রিয়তা নয়, অংশগ্রহণই গণতন্ত্রকে শক্তিশালী করে।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে