হাদির হত্যাকারীর অবস্থান জানা যায়নি

নিজস্ব প্রতিবেদক
২২ ডিসেম্বর ২০২৫

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। তবে তার অবস্থান প্রসঙ্গে তিনি বলেছেন, দেশেও থাকতে পারে, বাইরেও থাকতে পারে। কোথায় আছে জানলে তাকে ধরেই ফেলা হতো।

সোমবার (২২ ডিসেম্বর) ঢাকায় সচিবালয়ে  সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কথা বলেন তিনি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ১৮তম সভা শেষে সাংবাদিকদের ব্রিফ করেন উপদেষ্টা।

হাদির হত্যাকারী বিদেশে গিয়েও থাকলেও সেটা বৈধ পথে নয় বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, ‘সে বৈধ পথে যায়নি। এখন অবৈধ পথে গেছে কি না; এটা তো বলতে পারব না।

হাদির হত্যাকাণ্ডের বিচার প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ঘটনার ন্যায়বিচার নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। হত্যাকাণ্ডে জড়িত কাউকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। হত্যাকাণ্ডের ঘটনার সঙ্গে জড়িত ১০ জনকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান তিনি।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে



মন্তব্য
জেলার খবর