দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনে উগ্র ভারতীয়দের হামলার ঘটনা নিয়ে দিল্লির বক্তব্য সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছে অন্তর্বর্তীকালীন সরকার। রোববার (২১ ডিসেম্বর) প্রত্যাখান করার কথা জানান পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফ করেন পররাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, ভারতীয় প্রেস নোটে বিষয়টি যত সহজভাবে উত্থাপন করা হয়েছে অত সহজ না। সেখানে বাংলাদেশের মিশন কূটনৈতিক এলাকার ভেতরে, এমনকি কূটনৈতিক এলাকার শুরুতেও কিন্তু না। তারা বলছে, ২০-২৫ জনের একটি দল, হতে পারে; আবার সংখ্যা বেশিও হতে পারে।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ২৫ জনের হিন্দু চরমপন্থি একটি সংগঠনের লোকজন এতদূর পর্যন্ত আসতে পারবে কেন? একটা সুরক্ষিত এলাকা, তার মানে তাদের আসতে দেওয়া হয়েছে। যেভাবে হোক তারা আসতে পেরেছে। তিনি জানান, তারা সেখানে কেবল হিন্দু নাগরিক হত্যার প্রতিবাদ জানিয়েই কিন্তু চলে যায়নি। বরং তারা অনেক কিছু বলেছে, সেটা আমরা জানি।
পররাষ্ট্র উপদেষ্টা জানান, আমরা এটাও শুনেছি যে সেখানে বাংলাদেশের হাইকমিশনারকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। তারা এ পর্যন্ত আসতে পারবে কেন এবং এসে হুমকি দিতে পারবে কেন- এটা গ্রহণ করি না আমরা। আমরা মনে করি, সাধারণ নিয়মে নিরাপত্তার বিষয়ে যে নিয়মকানুন আছে সেটা এখানে পালিত হয়নি। তারা বলছে, আমাদের সব মিশনের নিরাপত্তা দেখছে, আমরা সেটা নোট করেছি। হাইকমিশনে হামলা নিয়ে বাংলাদেশি গণমাধ্যমে সঠিক তথ্য এসেছে বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে