স্মরণকালের সবচেয়ে বড় জানাজা শহীদ হাদির

নিজস্ব প্রতিবেদক
২০ ডিসেম্বর ২০২৫

ঢাকায় জাতীয় সংসদ ভবন এলাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির জানাজা হয়েছে। এতে কয়েক লাখ মানুষ অংশগ্রহণ করেন।  জানাজায় অংশগ্রহণকারীদের মতে, এতো বিপুল মানুষের অংশগ্রহণে তার এ জানাজা  স্মরণকালের সবচেয়ে বড় জানাজা।

শনিবার (২০ ডিসেম্বর) দুপুর আড়াইটায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শহীদ ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন  তার বড় ভাই। প্রধান উপদেষ্টা . মুহাম্মদ ইউনূসসহ সব রাজনৈতিক দলের নেতারা জানাজায় অংশগ্রহণ করেন।

এর আগে শহীদ হাদির জানাজায় অংশ নিতে শনিবার সকাল থেকেই হাজার হাজার মানুষের মিছিল দেখা যায় মানিক মিয়া অ্যাভিনিউর দিকে। নগরীর সব পথ এসে যেন মোহনা হিসেবে মিলে যায় সংসদ ভবন এলাকায়। মানুষের ভিড় মানিক মিয়া অ্যাভিনিউর বিশাল রাজপথ ছাপিয়ে ছড়িয়ে পড়ে ফার্মগেটের খামারবাড়ি আসাদগেট পর্যন্ত। উত্তর দিকে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র পর্যন্তও ছিল মানুষ আর মানুষ।

জানাজায় অংশগ্রহণ করা অনেকের মতে, তারা জীবনে এত বড় জানাজা দেখিনি। তাদের ধারণা থেকে লাখ মানুষ জানাজায় অংশ নিয়েছেন।

গত ১২ ডিসেম্বর ঢাকার পুরানা পল্টনের বক্স-কালভার্ট রোডে রিকশায় যাওয়ার পথে হাদির মাথায় গুলি করে মোটরসাইকেলে আসা এক আততায়ী। এ ঘটনার দিন পর বৃহস্পতিবার সিঙ্গাপুরের একটি হাসপাতালে মারা যান তিনি। পরের দিন শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে সিঙ্গাপুর থেকে শহীদ ওসমান হাদিকে ঢাকায় আনা হয়।

জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক ছিলেন ওসমান হাদি। তিনি ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে শুরু করেন রাজনৈতিক সাংস্কৃতিক আন্দোলনইনকিলাব মঞ্চ তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা- আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছিলেন।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে



মন্তব্য
জেলার খবর