প্রার্থীদের অস্ত্রের ব্যবস্থা নিয়ে আলোচনা হয়নি

নিজস্ব প্রতিবেদক
১৭ ডিসেম্বর ২০২৫

আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে প্রার্থীদের নিরাপত্তা বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা যে অস্ত্রের ব্যবস্থার কথা বলেছেন, সে বিষয়ে আগে থেকে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে কোনো আলোচনা হয়নি। এমনটাই জানালেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেছেন, স্বরাষ্ট্র উপদেষ্টা হয়তো নিরাপত্তার গুরুত্ব বিবেচনা করে বলেছেন। এর বিস্তারিত ব্যাখ্যা বা প্রেক্ষাপট স্বরাষ্ট্র উপদেষ্টা ভালো দিতে পারবেন।

বুধবার (১৭ ডিসেম্বর) ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এসব কথা বলেন আখতার আহমেদ। নির্বাচন আচরণবিধিতে অস্ত্রের ব্যবহার প্রসঙ্গে ইসির সচিব বলেন, আপাতত নির্দেশনার সঙ্গে নির্বাচনী আচরণবিধির কোনো সংঘাত দেখা যাচ্ছে না। তবে, পরিস্থিতির প্রয়োজনে কমিশন যে কোনো সময় কঠোর অবস্থান নিতে পারে।

সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, নিরাপত্তা নিশ্চিত করা সবারই কাম্য।  আমরা চাইব ভোটার এবং প্রার্থী সবার নিরাপত্তাই যেন প্রাধান্য পায়। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে আমরা ধারাবাহিকভাবে সব পদক্ষেপ গ্রহণ করছি।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে



মন্তব্য
জেলার খবর