৭ ডিসেম্বরের পর তফসিল

নিজস্ব প্রতিবেদক
০৩ ডিসেম্বর ২০২৫

দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দীর্ঘদিন ধরে রাজনৈতিক দল জনগণের মধ্যে আলোচনা চলছে। ইতোমধ্যে নির্বাচনের প্রাথমিক প্রস্তুতিমূলক কাজ শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ডিসেম্বর (রোববার) কমিশন সভায় বসতে যাচ্ছে সাংবিধানিক এ প্রতিষ্ঠান। সভার পর যে কোনো দিন ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।

তফসিল ঘোষণার সম্ভাব্য সময়ের বিষয়টি জানিয়েছেন নির্বাচন কমিশনার  আনোয়ারুল ইসলাম সরকার। মঙ্গলবার ( ডিসেম্বর) সাংবাদিকদের ব্রিফ করেন তিনি। তফসিল ঘোষণার মধ্য দিয়েই মূলত আনুষ্ঠানিক নির্বাচনী প্রক্রিয়া শুরু হয়।

এদিকে আগামী জাতীয় নির্বাচন ও গণভোটকে বিশাল কর্মযজ্ঞ হিসেবে দেখছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। একই দিনে তিনি বলেছেন, আমরা নির্বাচনের জোয়ারে আছি। শতাব্দীর ভালো নির্বাচন চাই আমরা সবাই।

সরকারের তরফ থেকে ইতোমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে আগামী জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে। গণভোট প্রসঙ্গে ইসির সচিব বলেন, গণভোটের যে চারটি প্রশ্নের উপর শুধু একটি উত্তর, সেটি নিয়ে প্রশ্ন আছে অনেকের মনেই। উপদেষ্টা পরিষদের আলোচনায় বলা হচ্ছিল, রাজনৈতিক দলের প্রচারণায় বিশটা ম্যানিফেস্টো থাকে। তার সবগুলোতে একমত হয় না সবাই। তবে সার্বিকভাবে দেখে। গণভোটের ব্যাপারটাও তেমনি। পুরো প্যাকেজ দেখে ভোট দেবেন।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে



মন্তব্য
জেলার খবর