রায় ঘিরে কড়া নিরাপত্তা

নিজস্ব প্রতিবেদক
১৭ নভেম্বর ২০২৫

জুলাই গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যূত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বহুল আলোচিত মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণাকে ঘিরে  নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে ঢাকায়। হাইকোর্ট মাজারসংলগ্ন ট্রাইব্যুনালের ফটকে পর্যাপ্তসংখ্যক সেনাসদস্য সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে। পুলিশ জানিয়েছে, যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে পুলিশের পাশাপাশি র‌্যাব, বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে রয়েছে।

রায় ঘোষণার পূর্বনির্ধারিত দিন অনুযায়ী সোমবার (১৭ নভেম্বর) বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-- মামলার রায় ঘোষণা করবেন।  ঐতিহাসিক এ রায় ঘোষণা বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) বিটিভি বার্তা সংস্থা রয়টার্স সরসারি সম্প্রচার করবে। পাশাপাশি  ট্রাইব্যুনালের ফেসবুক পেজ থেকেও সরাসরি দেখানো হবে। এর বাইরে ঢাকার গুরুত্বপূর্ণ কয়েকটি স্থানে বড় স্ক্রিনে লাইভ সম্প্রচার দেখানোর ব্যবস্থা করেছেসংস্কৃতি মন্ত্রণালয়।

এদিকে রায় ঘিরে নাশকতার হতে পারে- এমন কোনো আতঙ্ক নেই নগরবাসীর মধ্যে। অন্যান্য দিনের মতোই সোমবার অফিসগামী সাধারণ মানুষের স্বাভাবিক চলাচল দেখা গেছে। সড়কে রয়েছে যানবাহনের ভিড়, স্বাভাবিকভাবে চলাচল করলে গণপরিবহন মেট্রোরেল।

ওদিকে রায় ঘিরে বাড়তি সতর্কতার অংশ হিসেবে রোববার রাত থেকেই ঢাকার বিভিন্ন এলাকায় চেকপোস্ট স্থাপন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। সন্দেহভাজন কাউকে দেখলেই থামিয়ে তল্লাশি করা হচ্ছে। এমনকি মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনও সন্দেহ হলে থামিয়ে তল্লাশি করা হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা, গোপালগঞ্জ, ফরিদপুর মাদারীপুরে মাঠে বিজিবি মোতায়েন করা হয়েছে।

২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানে প্রায় হাজার ৪০০ মানুষের প্রাণহানি এবং প্রায় ২৫ হাজার মানুষকে মারাত্মক আহত করার অভিযোগের ভিত্তিতে মামলাটি করা হয়। মামলার বাকি আসামিরা হচ্ছেন- তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।

বিডি২৪অনলাইন/এনএন/এমকে

 

 



মন্তব্য
জেলার খবর