মন্তব্য
ঢাকায় যানবাহনে অগ্নিসংযোগ ও ককটেল নিক্ষেপ করতে এলে গুলি করার নির্দেশ দেওয়া হয়েছে। রোববার (১৬ নভেম্বর) বিকালে এক বেতার বার্তায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কর্মকর্তাদের এমন নির্দেশনা দেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। ডিএমপির একাধিক কর্মকর্তা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করলেও নাম প্রকাশের ক্ষেত্রে তারা আপত্তি করেছেন।
এদিকে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী গণমাধ্যমকে জানিয়েছেন, ওয়্যারলেসে বলেছি, কেউ বাসে আগুন দিলে, ককটেল মেরে জীবনহানির চেষ্টা করলে তাকে গুলি করতে। এটা আইনেই বলা আছে। দণ্ডবিধির ৯৬ ধারায় বলা হয়েছে, ‘ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার প্রয়োগকালে কৃত কোনো কিছুই অপরাধ নহে।’
বিডি২৪অনলাইন/এনএন/এমকে