দায়িত্ব গ্রহণের দিন থেকেই এটা বলে আসছি: সিইসি

নিজস্ব প্রতিবেদক
১৬ নভেম্বর ২০২৫

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে  প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এম এম নাসির উদ্দিন বলেছেন, একটা  গ্রহণযোগ্য, নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে নির্বাচন কমিশন (ইসি) প্রতিশ্রুতিবদ্ধ। এটা আমাদের কমিটমেন্ট টু দ্য নেশন, দায়িত্ব গ্রহণের দিন থেকেই এটা বলে আসছি আমরা।

রোববার (১৫ নভেম্বর) ঢাকায় নির্বাচন ভবনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করে ইসি।  সেই সংলাপের শুভেচ্ছা বক্তব্যে এসব কথা বলেন সিইসি। সিইসি বলেন, মূলত দুটি প্রধান উদ্দেশ্য নিয়ে দলগুলোকে সংলাপের আমন্ত্রণ জানানো হয়েছে। প্রথমত, নির্বাচনে অংশগ্রহণকারী সব প্রার্থী রাজনৈতিক দল যেন ইসির প্রণীত আচরণবিধি সঠিকভাবে পরিপালন করে, সেই বিষয়ে সহযোগিতা চাওয়া। দ্বিতীয়ত, একটি নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে রাজনৈতিক দলগুলোর সার্বিক সহযোগিতা নিশ্চিত করা।

ইসির ওয়েবসাইটে দীর্ঘ সময় ধরে রাখা এবং বিভিন্ন রাজনৈতিক দলের লিখিত মতামত সুপারিশের ভিত্তিতেই আচরণবিধি চূড়ান্ত করা হয়েছে বলেও জানান সিইসি। প্রার্থীরা রাজনৈতিক দলগুলো আন্তরিকভাবে সহযোগিতা করলে আচরণবিধি নিয়ে কমিশনকে কঠোর আইন প্রয়োগের প্রয়োজন হয় না, যা নির্বাচনের পরিবেশকে সহজ করে- যোগ করেন সিইসি।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে



মন্তব্য
জেলার খবর