কলমবিরতিতে যাচ্ছেন বিচারকরা

নিজস্ব প্রতিবেদক
১৫ নভেম্বর ২০২৫

আগামী রোববার (১৬ নভেম্বর) থেকে সারা দেশে একযোগে কলমবিরতিতে যাচ্ছেন বিচারকরা। অবশ্য এর আগে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিয়ে নিজেদের দুই দফা দাবি বাস্তবায়নের কথা বলছেন তারা।  নির্ধারিত সময়ের মধ্যে দাবি পুরণ করা না হলে কলমবিরতিতে যাবেন তারা।

শুক্রবার (১৪ নভেম্বর) এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন। বিচারকদের দাবির মধ্যে রয়েছে দেশের সব আদালতে বিচারকের বাসস্থান যাতায়াতের সময় নিরাপত্তা বাহিনী নিযুক্ত, কর্মের পরিবেশ নিশ্চিত করতে হবে। রাজশাহীর ঘটনায় বিচারকের নিরাপত্তা নিশ্চিতে অবহেলার সঙ্গে সম্পৃক্ত এবং গ্রেপ্তার আসামিকে আইনবহির্ভূতভাবে মিডিয়ার সামনে উপস্থাপন করে অপেশাদারিত্ব প্রদর্শনে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।

বিবৃতিতে বিচারকরা বলেছেন, দেশের প্রত্যেক আদালত বা ট্রাইব্যুনাল প্রাঙ্গণ, এজলাস, বিচারকদের বাসভবন গাড়িতে নিরাপত্তা নিশ্চিত করতে সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে সরকারের কাছে বারবার চিঠি দেওয়া হয়েছে। কিন্তু এ বিষয়ে  কোনো দৃশ্যমান পদক্ষেপ নেয়নি সরকার। বিচার বিভাগের সদস্যরা রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঝুঁকিপূর্ণ দায়িত্ব পালন করলেও তারা তাদের পরিবার নিরাপত্তাহীন রয়েছে।

বিবৃতিতে আরও জানানো হয়, জেলা পর্যায়ের সব বিচারকের জন্য সরকারি আবাসন পরিবহন ব্যবস্থা নেই। বাধ্য হয়ে চৌকি আদালতে বিচারকদের  অরক্ষিত বাসায় ভাড়া থাকতে হয়। যাতায়াত করতে হয় রিকশা-ভ্যানে  এমনকি হেঁটেও।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে

 



মন্তব্য
জেলার খবর