শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ১৭ নভেম্বর

নিজস্ব প্রতিবেদক
১৩ নভেম্বর ২০২৫

জুলাই আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিন আসামির মানবতাবিরোধী অপরাধের মামলার রায় আগামী ১৭ নভেম্বর (সোমবার) ঘোষণা করা করা হবে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ  ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ দিন  ধার্য করেন।  ২০২৪ সালে জুলাই-আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় তাদের আসামি করে মামলাটি হয়।

গত ২৩ অক্টোবর এ মামলায় সমাপনী বক্তব্য দেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। সেখানে শেখ হাসিনা ও কামালের সর্বোচ্চ সাজা দাবি করেন। পরে আসামিপক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবীর যুক্তি উপস্থাপনের কয়েকটি বিষয়ে জবাব দেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। এরপর তাদের কিছু কথার পাল্টা উত্তর দেন স্টেট ডিফেন্স আইনজীবী আমির হোসেন। পরে রায়ের দিন ঘোষণার জন্য ১৩ নভেম্বর দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে



মন্তব্য
জেলার খবর