আগামী ফেব্রুয়ারিতে দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে চলতি মাসের মধ্যেই নির্বাচনের প্রাক-প্রস্তুতি সম্পন্ন করতে চায় নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনে ভোটের মাঠে মূল দায়িত্বে থাকা মাঠ প্রশাসনেও ডিসি পদে রদবলের কাজ শুরু হয়েছে ইতোমধ্যে। ইতোমধ্যে ২৯ জেলায় নতুন ডিসি নিযুক্ত করেছে সরকার। নির্বাচন ঘিরে আরও নতুন ডিসি নিয়োগের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। মাঠ প্রশাসনের আরেক গুরুত্বপূর্ণ পদ পুলিশ সুপার (এসপি) পদেও আনা হচ্ছে পরিবর্তন। বিভিন্ন জেলায় নতুন এসপি নিয়োগ দেওয়া শুরু হবে শিগগির। মূলত একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে মাঠ প্রশাসন নতুন করে সাজানো হচ্ছে।
নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে জেলার সার্বিক তদারকিতে থাকেন ডিসিরা। আর আইনশৃঙ্খলার বিষয়টির বড় একটা অংশ সামাল দেন পুলিশ। এদিকে মাঠ প্রশাসনে পরিবর্তন আনার উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন জনপ্রশাসন বিশেষজ্ঞ ও আমলারা। তাদের মতে, যোগ্য ও চৌকষ কর্মকর্তাদের ডিসি-ইউএনও নিযুক্ত করলে নির্বাচনে এর ইতিবাচক প্রভাব পড়বে। কারণ কৌশলে রাজনীতিবিদসহ সবাইকে নিয়ন্ত্রণে আনতে পারেন একজন যোগ্য ডিসি।
জানা গেছে, গত ৮ নভেম্বর জেলা প্রশাসক পদে নতুন করে পদায়ন শুরু করে সরকার। ওইদিন ১৫ জেলা- নোয়াখালী, হবিগঞ্জ, গাজীপুর, ঢাকা, গাইবান্ধা, বরগুনা, বগুড়া, সিরাজগঞ্জ, মাগুরা, পিরোজপুর, সাতক্ষীরা, বাগেরহাট, খুলনা, কুষ্টিয়া ও ভোলা জেলায় নতুন ডিসি নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। এর পরদিন ১৪ জেলা- ব্রাহ্মণবাড়িয়া, ঝিনাইদহ, নড়াইল, জামালপুর, মেহেরপুর, কিশোরগঞ্জ, ঝালকাঠি, গোপালগঞ্জ, চুয়াডাঙ্গা, পঞ্চগড়, জয়পুরহাট, ময়মনসিংহ, মানিকগঞ্জ ও চাঁদপুরে নতুন ডিসি নিয়োগ দেয় সরকার।
প্রাপ্ত তথ্যমতে, ভোটের আগে যুগ্ম-সচিব পদে পদোন্নতি পাওয়া সব ডিসিকে উঠিয়ে আনা হচ্ছে। এর বাইরে পারফরম্যান্স যাদের সন্তোষজনক নয় কিংবা যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাদেরও সরানো হচ্ছে। প্রথম ধাপে ২৯ জেলায় পরিবর্তন আনাদের মধ্যে ২১ জনই নতুন। বাকি ৮ জন ডিসির জেলা বদল করা হয়েছে।
ভোটের আগে ডিসি পদে আরও পরিবর্তন আনতে তালিকা প্রস্তুত হয়েছে। প্রধান উপদেষ্টার অনুমোদন সাপেক্ষ তফসিলের আগে চলতি মাসের মধ্যেই এটা চূড়ান্ত করা হবে বলে জানা গেছে। এখনো ডিসি পদে পরিবর্তন না আনা বাকি জেলাগুলোর মধ্যে কতটি জেলায় ডিসিকে পরিবর্তন করা হবে, সে বিষয়ে নির্দিষ্ট করে কেউ কিছু বলতে পারেননি জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে