দেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা ১৩ নভেম্বরের ঢাকা লকডাউন নিয়ে আতঙ্কের কিছু নেই। যারা ভীতিকর পরিস্থিতি সৃষ্টি বা অপতৎপরতার চেষ্টা করছে, তাদের আইনের সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগের মাধ্যমে দমন করা হবে।
বুধবার (১২ নভেম্বর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিষয়টি জানান ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান মো. শফিকুল ইসলাম।
শফিকুল ইসলাম বলেন, যারা সামাজিক মাধ্যমে বিভিন্ন উসকানি ও নির্দেশনা দিচ্ছে, তাদের বিষয়ে সতর্ক রয়েছে। সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন উসকানি ও নির্দেশনা দেওয়া হলেও রাজপথে দেখা যায় না তাদের। সাধারণ মানুষকে ব্যবহার করে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা চলছে, যা কঠোরভাবে দমন করছে ডিবি । ঢাকায় নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনাকারীদের পাশাপাশি তাদের নেপথ্যে থাকাদেরও গ্রেফতার করা হচ্ছে বলেও জানান তিনি। সেই সঙ্গে গুজবে কান না দিয়ে আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করতে নগরবাসীর প্রতি আহ্বান জানান এ ডিবিপ্রধান।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে