পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রস্তুত পুলিশ

নিজস্ব প্রতিবেদক
১২ নভেম্বর ২০২৫

দেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা ১৩ নভেম্বরের ঢাকা লকডাউন কর্মসূচি ঘিরে শক্ত অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রস্তুতি নিয়েছে পুলিশ। লকডাউনের আগেই যে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে, সেটা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। সব ঘটনায় জড়িতদের শনাক্ত গ্রেপ্তারের কাজ চলছে। এ ছাড়া ১৩ নভেম্বর নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে যেসব গুজব ছড়ানো হচ্ছে, সেসবও ভিত্তিহীন।

মঙ্গলবার (১১ নভেম্বর) ঢাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করেছেন ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। সেখানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রস্তুতি, ককটেল নিক্ষেপের ঘটনায় জড়িতদের শনাক্ত গ্রেপ্তারের কাজ করাসহ গুজব ছড়ানোর বিষয়টি জানান ডিএমপি কমিশনার।

১৩ নভেম্বর রাজনৈতিক নিষিদ্ধ দলের সম্ভাব্য নাশকতার আশঙ্কা প্রসঙ্গে কমিশনার বলেন, ঢাকাবাসী আমাদের সঙ্গে আছে। তাই কোনো অঘটন ঘটলে সেটা মোকাবিলার সক্ষমতা আমাদের রয়েছে।

সাজ্জাত আলী জানান, বর্তমানে ঢাকা মহানগরীতে অপরাধ পরিস্থিতি নিয়ন্ত্রণে ও সন্তোষজনক পর্যায়ে আছে। আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।

তিনি জানান, ঢাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো। গেল এপ্রিল-মে মাসে যে হারে ছিনতাই চাপাতি হামলার ঘটনা ঘটত, এখন সেসব অনেক কমেছে।

সাম্প্রতিক বিভিন্ন বিক্ষোভ বা আন্দোলনেও পুলিশ সংযম দেখিয়েছে উল্লেখ করে সাজ্জাত আলী বলেন, কোনো মারণাস্ত্র বা লাঠি ব্যবহার না করেই আমারা পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছি। ডিএমপির নীতিই হচ্ছে কোনো নাগরিকের গায়ে হাত তোলা যাবে না। মানুষ দাবি নিয়ে আসলে তাদের বুঝিয়ে সরকারের সঙ্গে আলোচনার পথেই সমস্যা সমাধান চাই আমরা।

 

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে

 

 



মন্তব্য
জেলার খবর