মন্তব্য
সন্দেহভাজন কাউকে দেখলেই সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো আহ্বান জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আগামী ১৩ নভেম্বর ঘিরে আইনশৃঙ্খলা বাহিনী একটি শক্ত অবস্থান নিয়েছে। তাই পরিস্থিতি স্বাভাবিক থাকবে। কোনো ধরনের আশঙ্কা নেই।
মঙ্গলবার (১১ নভেম্বর) ঢাকায় সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে বিষয়টি জানান তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা আর জানান, ১৩ নভেম্বর ঘিরে শক্ত অবস্থানের জন্য প্যাট্রোলিং বাড়ানো হয়েছে। কেপিআইগুলোতে বাড়ানো হয়েছে নিরাপত্তা। সেই সঙ্গে যত্রতত্র খোলা তেল বিক্রি বন্ধসহ বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে। সন্ত্রাসীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে