মন্তব্য
গণভোট ও জাতীয় নির্বাচন একসঙ্গে নাকি আলাদা সময়ে হবে- এ নিয়ে শিগগিরই সামষ্টিকভাবে বৈঠকে বসে সিদ্ধান্ত নেবে সরকার। আলোচনা করে যখন সিদ্ধান্ত হবে, তখন সেটা জানিয়ে দেওয়া হবে।
সোমবার (১০ নভেম্বর) সাংবাদিকদের এ সংক্রান্ত প্রশ্নের জবাবে এ কথা বলেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ঢাকায় সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফ করেন তিনি।
উপদেষ্টা আরও বলেন, এ নিয়ে ব্যক্তিগত মতামত দেওয়ার কোনো সুযোগই নেই। সরকারের অংশ হিসেবে অপেক্ষা করতে হবে। যখন সরকার বসবে এ বিষয়ে আলোচনা করবে।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে