অন্তর্বর্তীকালীন সরকার বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের বেতনের ১৫ শতাংশ বাড়িভাড়া করার সিদ্ধান্ত নেওয়ায় আন্দোলন প্রত্যাহার করে নিয়েছে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা। একই সঙ্গে নিজেদের বড় দাবি পূরণ হওয়ায় বুধবার থেকে শ্রেণীকক্ষে ফেরার ঘোষণা দিয়েছেন তারা।
এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের সভাপতি এবং মাদরাসা শিক্ষক-কর্মচারী ফোরামের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসাইন আজিজী মঙ্গলবার (২১ অক্টোবর) আন্দোলন প্রত্যাহার ও শ্রেণীকক্ষে ফেরার ঘোষণা দেন। তিনি বলেছেন, এটা আমাদের বড় বিজয়। আন্দোলন করে প্রজ্ঞাপন নিয়ে বাড়ি ফিরছি আমরা।
দেলাওয়ার হোসাইন আজিজী বলেন, গত ৮ দিন শ্রেণিকক্ষে যেতে পারেননি শিক্ষকরা। তাই বার্ষিক পরীক্ষার আগ পর্যন্ত শনিবার স্কুল খোলা রেখে এ আট দিন পুষিয়ে দেব। এসময় বিএনপি, জামায়াত, এনসিপিসহ সব রাজনৈতিক দলের নেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
প্রসঙ্গত, বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া সংক্রান্ত প্রজ্ঞাপনে জানানো হয়েছে, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য আগামী নভেম্বরের ১ তারিখ থেকে ৭ দশমিক ৫ শতাংশ বাড়িভাড়া (ন্যূনতম দুই হাজার টাকা) এবং ২০২৬ সালের জুলাই থেকে ৭ দশমিক ৫ শতাংশ মোট ১৫ শতাংশ বাড়িভাড়া কার্যকর হবে। এর সঙ্গে কিছু শর্ত জুড়ে দেওয়া হয়েছে।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে