আগামী জাতীয় নির্বাচনে ভোটের প্রচারে ড্রোনের ব্যবহার নিষেধ রাখা হয়েছে বলে জানালেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি এটাও বলেছেন, নিজেদের প্রয়োজনে আইন-শৃঙ্খলা বাহিনী ড্রোন ব্যবহার করতে পারবে।
সোমবার (২০ অক্টোবর) নির্বাচন নিয়ে প্রাক-প্রস্তুতিমূলক আইন-শৃঙ্খলা বৈঠক হয় নির্বাচন ভবনে। বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্ব করেন।
ইসি সচিব বলেন, একটা সীমিত সংখ্যক এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শুরু থেকে কাজ করবেন। পুলিশের দেড় লাখ কর্মীবাহিনী থাকবে ভোটে। সবচেয়ে বেশি বাহিনীর সদস্য আসবে আনসার-ভিডিপি থেকে। স্বরাষ্ট্র সচিব বলেছেন, নির্বাচনে আইন শঙ্খলা বাহিনীর বডিওর্ন ক্যামেরা থাকবে; ড্রোনের ব্যবস্থা থাকবে।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে