আগামী জাতীয় নির্বাচনে ভোটের আগে ও পরে মিলিয়ে মোট আট দিন আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েনের জন্য নির্বাচন কমিশনকে (ইসি) প্রস্তাব দিয়েছে বিভিন্ন বাহিনী। এ প্রস্তাব পরীক্ষা-নিরীক্ষা করা হবে।
সোমবার (২০ অক্টোবর) জাতীয় নির্বাচন নিয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক করে নির্বাচন কমিশন। বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান সিনিয়র সচিব আখতার আহমেদ। বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন সভাপতিত্ব করেন। বৈঠকে চার নির্বাচন কমিশনার, স্বরাষ্ট্র সচিব, ইসি সচিবসহ আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা অংশ নেন।
ইসি সচিব বলেন, এবার ভোটে পাঁচ দিন আইন শৃঙ্খলা-বাহিনী রাখার পরিকল্পনা থাকলেও আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকে আট দিন রাখার প্রস্তাব এসেছে। বৈঠক থেকে কোনো ধরনের দিকনির্দেশনা দেওয়া হয়নি।
ভোটের সুষ্ঠু পরিবেশ রয়েছে উল্লেখ করে ইসি সচিব আরও জানান, এ নিয়ে কোনো শঙ্কা প্রকাশ করেনি আইন-শৃঙ্খলা বাহিনী। আইন-শৃঙ্খলা বাহিনীর প্রধানরা কোনো উদ্বেগও প্রকাশ করেননি। নির্বাচনে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অপব্যবহার রোধ, ড্রোন ব্যবহার নিষিদ্ধ এবং পুলিশের জন্য বডিওর্ন ক্যামেরা থাকবে বলেও জানান তিনি।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে