সুপ্রিম কোর্ট সচিবালয়ের প্রস্তাব পেশ করা হবে

নিজস্ব প্রতিবেদক
১৫ অক্টোবর ২০২৫

 

আগামী কয়েক সপ্তাহের মধ্যে পৃথক সুপ্রিম কোর্ট সেক্রেটারিয়েট করতে আইন মন্ত্রণালয় থেকে উপদেষ্টা পরিষদে প্রস্তাব পেশ করা হবে। উপদেষ্টা পরিষদ মনে করলে এটা পাস করা হবে। এ সরকারের আমলেই সুপ্রিম কোর্ট সেক্রেটারিয়েট হবে বলে আশা করা হচ্ছে।

মঙ্গলবার (১৫ অক্টোবর) ঢাকায় সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। সুপ্রিম কোর্ট সেক্রেটারিয়েট করাটা বিচার বিভাগীয় সংস্কার কমিশনের অন্যতম একটি সুপারিশ  উল্লেখ করে উপদেষ্টা আরও বলেন, আমাদের প্রধান বিচারপতির সংস্কার ভাবনার মধ্যে রয়েছে এটা। এ বিষয় নিয়ে অনেক কাজ করা হয়েছে। তবে কিছু বিষয়ে কিছু মত ভিন্নতা রয়েছে। এসব নিয়ে আলোচনার প্রয়োজন রয়েছে বলেও জানান তিনি।

বিডি২৪অনলাইন/এনএন/এমকে



মন্তব্য
জেলার খবর