মন্তব্য
আগামী কয়েক সপ্তাহের মধ্যে পৃথক সুপ্রিম কোর্ট সেক্রেটারিয়েট করতে আইন মন্ত্রণালয় থেকে উপদেষ্টা পরিষদে প্রস্তাব পেশ করা হবে। উপদেষ্টা পরিষদ মনে করলে এটা পাস করা হবে। এ সরকারের আমলেই সুপ্রিম কোর্ট সেক্রেটারিয়েট হবে বলে আশা করা হচ্ছে।
মঙ্গলবার (১৫ অক্টোবর) ঢাকায় সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। সুপ্রিম কোর্ট সেক্রেটারিয়েট করাটা বিচার বিভাগীয় সংস্কার কমিশনের অন্যতম একটি সুপারিশ উল্লেখ করে উপদেষ্টা আরও বলেন, আমাদের প্রধান বিচারপতির সংস্কার ভাবনার মধ্যে রয়েছে এটা। এ বিষয় নিয়ে অনেক কাজ করা হয়েছে। তবে কিছু বিষয়ে কিছু মত ভিন্নতা রয়েছে। এসব নিয়ে আলোচনার প্রয়োজন রয়েছে বলেও জানান তিনি।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে