সোমবার থেকে শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

নিজস্ব প্রতিবেদক
১২ অক্টোবর ২০২৫

সারাদেশের বেসরকারি এমপিওভুক্ত সব শিক্ষাপ্রতিষ্ঠানে সোমবার (১৩ অক্টোবর) থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করছেন শিক্ষকরা।  মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা বৃদ্ধির দাবিতে এবং পুলিশের বলপ্রয়োগের প্রতিবাদে এ কর্মসূচি দিয়েছেন তারা।

রোববার (১২ অক্টোবর) ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি থেকে নতুন এ কর্মসূচির ঘোষণা দেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী।

এর আগে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি চলাকালে শিক্ষকদের ওপর সাউন্ড গ্রেনেড, জলকামান লাঠিচার্জ করা হয়। এ নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশি বাধার মুখে শিক্ষকরা সেখান থেকে সরে গিয়ে শহীদ মিনারে অবস্থান নেন।

অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী বলেন,  আমাদের অবস্থান কর্মসূচি এখন থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে চলবে। প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত এখান থেকেই আন্দোলন চালিয়ে যাবো আমরা। আলোচনার মাধ্যমে প্রজ্ঞাপন নিয়েই বিজয়ী বেশে শ্রেণিকক্ষে ফিরব আমরা।

 

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে



মন্তব্য
জেলার খবর