নীতি নির্ধারণী মহলের সঙ্গে কথা বলতে হবে

নিজস্ব প্রতিবেদক
১২ অক্টোবর ২০২৫

মাঠ প্রশাসনে কর্মরতরা অত্যন্ত নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবেন বলে বিশ্বাস করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন সিনিয়র সচিব মো. এহছানুল হক । সঙ্গে তিনি এটাও বলেন- সেটা নিশ্চিত করার দায়িত্ব আমার, দায়িত্ব নিলাম আমি

নির্বাচনের আগে ডিসি ইউএনও পদে পরিবর্তন আসা প্রসঙ্গে তিনি বলেন, এটা নিয়ে নীতি নির্ধারণী মহলের সঙ্গে কথা বলতে হবে। এর আগে কিছু বলতে পারছি না।

রোববার (১২ অক্টোবর) মন্ত্রণালয়ে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।  আরেক প্রশ্নের জবাবে এহছানুল হক বলেন, প্রধান উপদেষ্টার নির্দেশ হলো, একটা সুষ্ঠু নির্বাচন হবে। নির্বাচনকালীন  নির্বাচন কমিশনের অধীনে চাকরি করবো আমরা।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে



মন্তব্য
জেলার খবর