সবাই মিলে একটি সুন্দর নির্বাচন আয়োজন করতে হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। সেই সঙ্গে বলেছেন, যেই পর্যায়ের ক্ষমতা আপনাদের দেওয়া হয়েছে, দায়িত্বশীলভাবে সেটি ব্যবহার করবেন।
শনিবার (১১ অক্টোবর) সকালে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের সঙ্গে নির্বাচন প্রক্রিয়া সংক্রান্ত কর্মশালা হয়। সেখানে নিজের বক্তব্য ভোটগ্রহণকারী কর্মকর্তাদের উদ্দেশ্যে এসব কথা বলেন সিইসি।
প্রধান নির্বাচন কমিশনার আরও বলেন, আমরা চাই এমপাওয়ার্ড প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার, রিটার্নিং অফিসার তৈরি করতে; সম্পূর্ণ ক্ষমতাসম্পন্ন প্রিজাইডিং অফিসার গড়ে তুলতে চাই। তিনি বলেন, আপনাদের হাতে সব ক্ষমতা দিচ্ছি আমরা। সেই ক্ষমতা ব্যবহার না করলে সেটাকে অপরাধ হিসেবে গণ্য করা হবে। আবার যথাসময়ে যথাযথ ব্যবস্থা না নিলেওে সেটাও ভালোভাবে গ্রহণ করা হবে না। ক্ষমতা যেমন গুরুত্বপূর্ণ, তার সঠিক ব্যবহারও ততটাই গুরুত্বপূর্ণ।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে আইনের শাসন কাকে বলে সেটা দেখাতে চাই উল্লেখ করে সিইসি বলেন, যতক্ষণ পর্যন্ত আপনারা আইনের মধ্যে থেকে দায়িত্ব পালন করবেন, আপনাদের পূর্ণ সমর্থন দিয়ে যাবে নির্বাচন কমিশন- এ নিশ্চয়তা দিচ্ছি আমি। আমাদের লক্ষ্য হচ্ছে- স্বচ্ছ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করা।
সিইসি বলেন, ভোটগ্রহণকেন্দ্রে প্রিজাইডিং অফিসারই হবেন ‘চিফ ইলেকশন অফিসার’। আইন অনুযায়ী সব ধরনের ক্ষমতা প্রয়োগের দায়িত্ব তার ওপরই থাকবে। প্রয়োজনে ভোটকেন্দ্র স্থগিত ও আইন প্রয়োগ করতে হবে। তবে অবশ্যই নিরপেক্ষতা বজায় রেখে সাহসের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
দেশের নির্বাচনে নিরাপত্তা সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে জানান, প্রধান নির্বাচন কমিশনার। এ প্রসঙ্গে বলেন- প্রশাসনিক, আইনগত ও প্রযুক্তিগত নানা চ্যালেঞ্জ থাকলেও নিরাপত্তা ব্যবস্থাপনাই সবচেয়ে কঠিন বিষয়। এজন্য প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
একটি সফল নির্বাচন আয়োজনের মূল চাবিকাঠি হলো সমন্বয় উল্লেখ করেন সিইসি। বলেন, দেশের যেকোনো স্থান থেকে দ্রুত যোগাযোগ ও ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে একটি ‘সেন্ট্রাল কো-অর্ডিনেশন সেল’ এবং ‘ইমার্জেন্সি রেসপন্স ইউনিট’ গঠন করছে নির্বাচন কমিশন। প্রিজাইডিং অফিসার, রিটার্নিং অফিসার, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে কার্যকর সমন্বয়ই সাফল্য নিশ্চিত করবে নির্বাচনের।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে