আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যেসব সেনা কর্মকর্তার বিরুদ্ধে চার্জশিট হয়েছে, এদের মধ্যে ১৫ জন বর্তমানে সেনা হেফাজতে রয়েছেন। এর মধ্যে ১৪ জন কর্মরত এবং একজন এলপিআরে রয়েছে।
শনিবার (১১ অক্টোবর) ঢাকা সেনানিবাসের মেসে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল মেজর জেনারেল মো. হাকিমুজ্জামান। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সামরিক বাহিনীর সদস্যদের মামলা–সংক্রান্ত বিষয়ে সেনাবাহিনীর পদক্ষেপ অবহিত করতে এ সংবাদ সম্মেলন ডাকা হয়।
মেজর জেনারেল হাকিমুজ্জামান আরও বলেন, মোট ১৬ জনকে সেনা হেফাজতে আসার জন্য বলেছিলাম আমরা, এর মধ্যে ১৫ জন এসে হেফাজতে রয়েছেন।
মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক ও বর্তমান মিলিয়ে ২৪ জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আগামী ২১ অক্টোবরের মধ্যে তাদের গ্রেপ্তার করে ২২ অক্টোবর ট্রাইব্যুনালে হাজির করতে বলা হয়েছে সংশ্লিষ্টদের।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে