সব রাজনৈতিক দল তাদের কার্যক্রম শুরু করেছে

নিজস্ব প্রতিবেদক
০৮ অক্টোবর ২০২৫

পরিস্থিতি একদমই স্থিতিশীল আছে উল্লেখ করে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ফেব্রুয়ারিতে ইলেকশন হবে সেটা শুধু যে অন্তর্র্বতী সরকার বলেছে তা নয়, সব রাজনৈতিক দল ফেব্রুয়ারিতে ইলেকশনের পক্ষে   তাদের কার্যক্রম শুরু করেছে। তাই ফেব্রুয়ারিতে ইলেকশন হবে, এখানে প্রশ্ন তোলার আর কোনো সুযোগ বা অবকাশ আছে বলে মনে করছি না আমরা।

বুধবার ( অক্টোবর) ঢাকায় সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। উপদেষ্টা আরও বলেন, সরকার প্রথম থেকে একটা স্বচ্ছ নির্বাচনের কথা বলছে, যে নির্বাচনে জনগণ অংশগ্রহণ করবে, সেই নির্বাচনটা দিতে চায়। জনগণের অংশগ্রহণের পথে কোনো কিছু অন্তরায় যেন না হয়, সেজন্য  নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় সহায়তা দেবে সরকার। বর্তমান অন্তর্র্বতী সরকারই নির্বাচন করবে বলে জানান তিনি।

বিডি২৪অনলাইন/এনএন/এমকে



মন্তব্য
জেলার খবর