যানজটের মূল কারণ সড়কের অবস্থা নয়, ট্রাফিক অব্যবস্থাপনা

নিজস্ব প্রতিবেদক
০৮ অক্টোবর ২০২৫

ঢাকা-সিলেট মহাসড়কের বেহাল অংশ পরিদর্শনে গিয়ে প্রায় দুই ঘণ্টা যানজটে আটকা পড়েন সড়ক পরিবহন সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। পরিদর্শনের পর সাংবাদিকদের তিনি জানান, যানজটের মূল কারণ সড়কের অবস্থা নয়, ট্রাফিক অব্যবস্থাপনা।

বুধবার ( অক্টোবর)  আশুগঞ্জের সোহাগপুর এলাকায় যানজটের মুখোমুখি হন উপদেষ্টা। পরেমোটরসাইকেলে করে সরাইল বিশ্বরোড মোড়ে পৌঁছান তিনি।

 উপদেষ্টা জানান, হাইওয়ে পুলিশের দায়িত্ব  হচ্ছে ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখা, কিন্তু সেটা ঠিকভাবে হচ্ছে না। বিষয়টি নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে  তিনি নিজে  কথা বলবেন বলেও জানান ফাওজুল কবির খান।

যানজটে আটকে থাকা প্রসঙ্গে উপদেষ্টা বলেন, আমার মনে হয়েছে, ট্রাফিক শৃঙ্খলা থাকলে রকম পরিস্থিতি হতো না। হয়তো আধাঘণ্টা সময় বেশি লাগত, কিন্তু দুর্ভোগ এতটা হতো না। রাস্তা প্রধান সমস্যা নয়, মানুষের আচরণ ব্যবস্থাপনার ঘাটতি।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে



মন্তব্য
জেলার খবর