মন্তব্য
জাতীয় নির্বাচন, জাতীয়ভাবেই করতে হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, শুধু নির্বাচন কমিশনের (ইসি) একার পক্ষে আসন্ন জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করা সম্ভব নয়। এর জন্য গণমাধ্যম, জনগণ এবং রাজনৈতিক দলসহ সবার সহযোগিতা অপরিহার্য।
সোমবার (৬ অক্টোবর) ঢাকার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে সংলাপে এসব কথা বলেন।
আগামী জাতীয় নির্বাচন বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে উল্লেখ করে সিইসি আরও বলেন, এ কারণে একটি ভালো নির্বাচন হওয়া ছাড়া কোনো উপায় নেই। দায়িত্ব গ্রহণের পর থেকেই নির্বাচন কমিশন নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে। আগামী নির্বাচনে কমিশন প্রবাসীদের ভোট দেওয়ার সুযোগ সৃষ্টির জন্য কাজ করছে।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে