দেশের ৭৯৩টি দুর্গাপূজার মণ্ডপে অসুরের মুখে দাড়ির বিষয়ে তদন্ত চলমান আছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। সঙ্গে তিনি এটাও বলেছেন, দাড়ি লাগিয়ে ধর্মীয় সহিংসতা সৃষ্টির পাঁয়তারা করা হয়েছিল। অসুরের মুখে দাড়ি লাগিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চক্রান্তের পেছনে ফ্যাসিস্টদের দোসরদের মদত রয়েছে।
রোববার (৫ অক্টোবর) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক হয়। বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান উপদেষ্টা। তিনি আরও বলেন, প্রত্যেকটা ক্ষেত্রে জিডি করা হয়েছে। ইনভেস্টিগেশন চলছে। এখন পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।
উপদেষ্টা উল্লেখ করেন যে, দুর্গাপূজার প্রতিমা তৈরির সময় একটি পার্শ্ববর্তী দেশ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে নিন্দনীয়ভাবে উপস্থাপন নিয়ে যে সংবাদ পাওয়া গেছে এবং অসুরের মুখে দাড়ি দেওয়ার কাজটির মধ্যেও তারই যোগসূত্র দেখা যাচ্ছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্রিয় ভূমিকা, গোয়েন্দা সংস্থার নজরদারি, দুর্গাপূজা উদযাপনে গঠিত পূজামণ্ডপ কমিটির সহযোগিতায় কুচক্রীদের চক্রান্ত নস্যাৎ করতে সরকার সক্ষম হয়েছে বলেও জানান উপদেষ্টা।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে