রাজধানী ঢাকায় বাংলাদেশ সচিবালয়ে সিঙ্গেল ইউজ প্লাস্টিক (এসইউপি) সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য এসব পণ্য মারাত্মক হুমকি হওয়ায় এ পদক্ষেপ নিয়েছে সরকার। রোববার (৫ অক্টোবর) থেকে এ নিষেধাজ্ঞা কাযকর হবে। এ দিন থেকে সচিবালয়ের সব প্রবেশপথে চেকিং করা হবে। যাদের কাছে নিষিদ্ধ ব্যাগ পাওয়া যাবে, তাদের কাগজের তৈরি ব্যাগ দেওয়া হবে। ভেতরে পলিথিন বা একবার ব্যবহার্য প্লাস্টিক পাওয়া গেলে তার ব্যবহার রোধ করা হবে।
শনিবার (৪ অক্টোবর) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে বিষয়টি জানানো হয়েছে। জানা গেছে, সিঙ্গেল ইউজ প্লাস্টিক বিষয়ে জনসচেতনতার জন্য প্রবেশপথসহ সচিবালয়ের বিভিন্ন জায়গায় সাইনবোর্ড বসানো হয়েছে। পুরো বিষয়টি পর্যবেক্ষণে কাজ করছে মনিটরিং টিম। এ উদ্যোগ বাস্তবায়নে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সম্প্রতি সব মন্ত্রণালয়কে নির্দেশনা দেওয়া হয়েছে।
সভা-সেমিনারে বোতল, কাপ, প্লেট ও চামচের মতো একবার ব্যবহার্য প্লাস্টিক আর ব্যবহার করা যাবে না। তার পরিবর্তে পাটজাত, কাপড়ের বা পুনর্ব্যবহারযোগ্য ব্যাগ ব্যবহারের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের এসইউপি ব্যবহার বন্ধে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। সভা-সেমিনারে কাগজ বা পরিবেশবান্ধব খাবারের প্যাকেট দেওয়া হবে। সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের অফিসে ব্যবহারের জন্য বিকল্প সামগ্রী সরবরাহ করা হবে।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে