টানা ৪ দিনের ছুটিতে গেল দেশের সরকারি সব অফিস। শারদীয় দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে এ ৪ দিনের ছুটি শুরু হচ্ছে বুধবার (১ অক্টোবর)। ছুটি শেষে আগামী রোববার আবারো খুলবে সরকারি অফিস।
অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের আগে শারদীয় দুর্গাপূজার ছুটি একদিন ছিল। কিন্তু গত বছরের অক্টোবরে শারদীয় দুর্গাপূজার ছুটি দুই দিন অনুমোদন করে উপদেষ্টা পরিষদ।
২০২৫ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষ্যে ১ অক্টোবর নির্বাহী আদেশে সরকারি ছুটি ও ২ অক্টোবর সাধারণ ছুটি। এ ছুটির পরের দুদিন ৩ ও ৪ অক্টোবর (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি। ফলে সবমিলিয়ে ১ থেকে ৪ অক্টোবর পর্যন্ত টানা ৪ দিনের ছুটি পেয়েছেন সরকারি চাকুরেরা।
এদিকে জরুরি সেবা- বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি, ফায়ার সার্ভিস, বন্দরগুলোর কার্যক্রম, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট, ডাক সেবা এবং এ সংশ্লিষ্ট সেবা কাজে নিয়োজিত কর্মীরা এ ছুটির আওতার বাইরে থাকবেন। সেই সঙ্গে এ ছুটির আওতাবহির্ভূত থাকবেন হাসপাতাল ও জরুরি সেবা এবং এ সেবার সঙ্গে সংশ্লিষ্ট কর্মীরা। চিকিৎসাসেবায় নিয়োজিত চিকিৎসক ও কর্মীরা এবং ওষুধসহ চিকিৎসা সরঞ্জামাদি বহনকারী যানবাহন ও কর্মীরা এ ছুটি ভোগ করবেন না।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে