গত বছরের ৫ আগস্টের পর থেকে দেশে চাঁদাবাজি বেড়েছে। অন্তর্বর্তীকালীন সরকার চাঁদাবাজি নিয়ন্ত্রণ করতে পারেনি। যারা চাঁদাবাজি করে তারাই আবার ব্যবসায়ী সংগঠনের সদস্য। রাজনৈতিক কমিটমেন্ট, রাজনৈতিক সরকার ছাড়া চাঁদাবাজি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ঢাকায় অর্থ মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। পরিস্থিতি সম্পর্কে অর্থ উপদেষ্টা বলেন, আগে যেখানে এক টাকা চাঁদা নেওয়া হতো এখন দেড় টাকা, দুই টাকা নেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, ৫ আগস্টের পর নানা পক্ষ চাঁদাবাজিতে জড়িয়েছে। আগে যারা ছিল, তারাও চাঁদাবাজির পেছনে আছে।
চাঁদাবাজির কারণে পণ্যমূল্য বাড়ছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, এটা থামানো কাজ অর্থ মন্ত্রণালয়ের না। আর অন্তর্র্বতী সরকার একে ধরো, ওকে ধরো নীতিতে নেই।
আগামী জুনের মধ্যে মূল্যস্ফীতি ৭ শতাংশে নেমে আসবে বলে আশা প্রকাশ করেন উপদেষ্টা। তিনি বলেন, দেশের ব্যাংকিং খাতকে স্থিতিশীল করতে, বিদ্যুৎ খাতে ভর্তুকি যৌক্তিকীকরণ করতে এবং রাজস্ব আদায় শক্তিশালী করতে সংস্কারমূলক পদক্ষেপ নিচ্ছে সরকার। পাশাপাশি আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) কর্মসূচির আওতায় বাড়তে থাকা বৈদেশিক ঋণের বিষয়েও সতর্ক রয়েছে।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে