মন্তব্য
বর্তমানে পাহাড়ের অবস্থা শান্ত, সেখানে মোটামুটি কোনো সমস্যা নেই। সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিষয়টি জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ঢাকায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে খাগড়াছড়ির গুইমারায় সহিংসতা নিয়ে বৈঠকের পর সাংবাদিকদের ব্রিফ করেন উপদেষ্টা। তিনি এ প্রসঙ্গে আরও বলেন, এ জিনিসটা করা হয়েছিল যেন ভালোভাবে পূজা উদ্যাপন করতে না পারেন হিন্দু ধর্মাবলম্বীরা। পূজা ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে করতে হয়। তারা যাতে এটা ভালোভাবে উদ্যাপন করতে না পারেন, এটা ছিল কিছু কিছু লোকের উদ্দেশ্য। সেটিই করার চেষ্টা করলেও সফল হয়নি তারা।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে