মন্তব্য
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে করার ক্ষেত্রে বাংলাদেশকে সহায়তা করতে চায় বিটেন। সোমবার (২৯ সেপ্টেম্বর) এ কথা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক।
ঢাকার আগারগঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠকের পর সাংবাদিকদের ব্রিফ করেন তিনি।
সারাহ কুক বলেন, শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন ছাড়াও পোলিং স্টাফদের প্রশিক্ষণ ও ভোটার শিক্ষণ কার্যক্রমেও সহায়তা দিতে চায় তার দেশ।
আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের লক্ষ্যে সব প্রস্তুতি গুছিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন। এজন্য বিভিন্ন স্টেক-হোল্ডারদের সঙ্গে নিয়মিত বৈঠক করছে সাংবিধানিক এ প্রতিষ্ঠান। এর অংশ হিসেবে বিভিন্ন দেশের দূতদের সঙ্গে বৈঠক করছে সংস্থাটি।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে