মন্তব্য
খাগড়াছড়ির গুইমারা উপজেলায় দুষ্কৃতিকারীদের হামলায় ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় একজন মেজরসহ ১৩ সেনা এবং গুইমারা থানার ওসিসহ ৩ পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে অতি শিগগির তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না।
রোববার (২৮ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বিষয়টি জানানো হয়েছে। হতাহতের ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করা হয়েছে বিবৃতিতে। বিবৃতিতে সংশ্লিষ্ট সবাইকে ধৈর্য ধারণপূর্বক শান্ত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে