দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আনুষ্ঠানিক নির্বাচনি সংলাপ শুরু করছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (২৮ সেপ্টেম্বর) থেকে শুরু হওয়া এ সংলাপ ইসির অফিসিয়াল ফেসবুক পেইজ এবং ইউটিউব চ্যানেলে লাইভ প্রচার হবে। এ সংলাপে প্রথমে সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বসবে ইসি।
ইসির সহকারী জনসংযোগ পরিচালক আশাদুল হক এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, রোববার দু'দফায় সংলাপ হবে। প্রথম দফায় সংলাপ শুরু হবে সকাল সাড়ে ১০টায়। শেষ হবে বেলা সাড়ে ১২টায়। এতে সুশীল সমাজের ২৬ প্রতিনিধি থাকবে। এরপর বিরতি দিয়ে বেলা আড়াইটা থেকে পরের দফার সংলাপ শুরু হবে। চলবে বিকেল সাড়ে চারটা পযন্ত। এতে ১৫ থেকে ১৭ জন শিক্ষাবিদ অংশগ্রহণ করবেন।
পূজার ছুটি শেষে অক্টোবরে নারী নেত্রী, জুলাই যোদ্ধা, গণমাধ্যমকর্মী ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিকভাবে সংলাপ করবে ইসি। আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন করার লক্ষ্য নিয়ে এগোচ্ছে নির্বাচন কমিশন।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে