ফাউল করতে নামবেন না কেউ: সিইসি

নিজস্ব প্রতিবেদক
২৫ সেপ্টেম্বর ২০২৫

আগামী রমজানের আগে ভোটের জন্য চূড়ান্ত প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। বলেছেন, নির্বাচনের তফসিল ভোটের মাস আগে ঘোষণা হবে। ফাউল করতে নামবেন না কেউ।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কথা বলেন। ১৯৯১, ১৯৯৬, ২০০৮ সালের ভোটের আগেও গোলমাল হয়েছিল উল্লেখ করে সিইসি আরও বলেন, নির্বাচনের সময় এলে সব গোলমাল ঠিক হয়ে যাবে। সবার জন্য সমান সুযোগ তৈরির জন্য সর্বশক্তি দিয়ে নামবে নির্বাচন কমিশন।

 এ সময় কানাডার অভিজ্ঞতা, শাপলা নিয়ে কাড়াকাড়ি, জাতীয় পার্টিকে সংলাপের আমন্ত্রণ, পিআর পদ্ধতি, পোস্টাল ভোট, নতুন দল নিবন্ধন, নির্বাচনী পরিবেশ ইসির ভোট প্রস্তুতিসহ সার্বিক বিষয়েও সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সিইসি।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে



মন্তব্য
জেলার খবর