নির্বাচনী আইন বা পদ্ধতি বদলানোর ক্ষমতা ইসির নেই

নিজস্ব প্রতিবেদক
২৫ সেপ্টেম্বর ২০২৫

সংখ্যানুপাতিক বা আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি দেশের সংবিধান বা গণপ্রতিনিধিত্ব আদেশে অন্তর্ভুক্ত নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এম এম নাসির উদ্দিন। সেই সঙ্গে এটাও স্পষ্টভাবে জানিয়েছেন, প্রচলিত নির্বাচনী আইন বা পদ্ধতি বদলানোর ক্ষমতা নির্বাচন কমিশনের (ইসি) নেই।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাজধানী ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিষয়টি জানান তিনি। 

সিইসি জানান- গণপ্রতিনিধিত্ব আদেশ পরিবর্তন করে পিআর পদ্ধতি চালু করতে হলে আইন বদলাতে হবে। আর গণপ্রতিনিধিত্ব আদেশে থাকা পদ্ধতি বদলাতে গেলে সংবিধানও বদলানোর প্রশ্ন আসবে। সংবিধান পরিবর্তনের কথা বললেই তার বিরুদ্ধে সমালোচনা হতে পারে। রাজনৈতিক দলগুলোকে এ বিষয়ে মীমাংসায় আসার আহ্বান জানান সিইসি।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে

 



মন্তব্য
জেলার খবর