ভারতের তীব্র সমালোচনা করলেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
২৫ সেপ্টেম্বর ২০২৫

প্রধান উপদেষ্টা . মুহাম্মদ ইউনূস বলেছেন, গত বছর গণবিপ্লবকে ভালোভাবে নেয়নি ভারত। কারণে ভারতের সাথে সম্পর্ক খারাপ হয়েছে বাংলাদেশের। তারা প্রোপাগান্ডা ছড়িয়েছে সেই গণবিপ্লব ছিল একটি ইসলামি আন্দোলন।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ফাঁকে এক বৈঠকে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। খবর এনডিটিভি। খবরে বলা হয়েছে, অধিবেশনে ফাঁকে যুক্তরাষ্ট্রের দক্ষিণ মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের সঙ্গে বৈঠকে ভারত সম্পর্কে বিভিন্ন কথা বলেন প্রধান উপদেষ্টা। এছাড়া আঞ্চলিক জোট সার্ককে পুনর্জ্জীবিত করার ব্যাপারেও জোর দেন তিনি।

প্রধান উপদেষ্টা বলেছেন, গত বছর ছাত্ররা যা করেছে ভারত পছন্দ করেনি সেটা। ভারতীয় মিডিয়াগুলোর ভুয়া খবর পরিস্থিতি আরও খারাপ করেছে। ভারত থেকে অনেক ভুয়া খবর আসছে।

শেখ হাসিনার ভারতে আশ্রয় নেওয়ার বিষয়টি নিয়েও কথা বলেন . ইউনূস। তিনি বলেন- হাসিনাকে, যিনি সমস্যার সৃষ্টি করছে, তাকে আশ্রয় দিয়েছে ভারতে।  এগুলো ভারত বাংলাদেশের মধ্যে উত্তেজনা তৈরি করেছে।

ভারতের কারণেও সার্ক জোটকে পুনর্জ্জীবিত করা যাচ্ছে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, একটি দেশের রাজনীতির সঙ্গে এটি ফিট হচ্ছে না, তাই সার্ক কাজ করছে না।

বিডি২৪অনলাইন/এনএন/এমকে



মন্তব্য
জেলার খবর