নির্বাচনে সেনা, নৌ ও বিমানবাহিনী মাঠে থাকবে

নিজস্ব প্রতিবেদক
২৪ সেপ্টেম্বর ২০২৫

আগামী জাতীয় নির্বাচনে সেনাবাহিনী, নৌ-বাহিনী বিমানবাহিনী  মাঠে থাকবে। এখন ৩০ হাজার সেনাবাহিনী মাঠে আছে। নির্বাচনে প্রায় এক লাখের মতো থাকবে, নৌ-বাহিনী বিমানবাহিনী থাকবে। পুলিশ, বিজিবি, র‌্যাব আনসার কোস্টগার্ড- সবাই নির্বাচনে কাজ করবে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) চট্টগ্রামে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কথা বিষয়টি জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি আরও বলেন, শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ওপর সুষ্ঠু নির্বাচন  নির্ভর করে না। সুষ্ঠু নির্বাচন  নির্বাচন নির্ভর করবে জনগণের ওপর। ইতোমধ্যে নির্বাচনের জন্য পুলিশের প্রশিক্ষণ শুরু হয়ে গেছে বলেও জানান তিনি।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে



মন্তব্য
জেলার খবর