আগামী সপ্তাহে শুরু হচ্ছে সংলাপ

নিজস্ব প্রতিবেদক
২৪ সেপ্টেম্বর ২০২৫

দেশে ত্রয়োদশ সংসদ নির্বাচন ঘিরে আগামী সপ্তাহে সংলাপ শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। ইসির ঘোষিত রোডম্যাপ অনুযায়ী, নিবন্ধিত রাজনৈতিক দল, শিক্ষাবিদ, সুশীল সমাজ, নারী সমাজের প্রতিনিধি গণমাধ্যমকর্মীসহ অংশীজনদের সঙ্গে ধারাবাহিকভাবে সংলাপ চলবে এক থেকে দেড় মাস পর্যন্ত। নির্বাচনী আইনি সংস্কার, আইনশৃঙ্খলা পরিস্থিতি, পোস্টাল ব্যালটসহ ভোট সম্পৃক্ত সার্বিক বিষয় সংলাপে স্থান পাবে বলে আভাস পাওয়া গেছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ইসি সংশ্লিষ্ট সূত্র থেকে সংলাপ শুরু করার বিষয়ে তথ্য জানা গেছে।

ইসি থেকে পাওয়া তথ্যানুযায়ী, ২৮ সেপ্টেম্বর সংলাপের বিষয়ে নির্বাচন কমিশনের কাছে অনুমোদন চাওয়া হয়েছে। নির্বাচন কমিশনের সম্মতির পর চিঠি পাঠানো হবে আমন্ত্রিতদের কাছে। সম্ভাব্য সময় থেকে সংলাপ শুরু হয়ে ধাপে ধাপে অন্যদেরও আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত দেবে কমিশন। সংলাপের প্রথম ধাপে শিক্ষাবিদসহ সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বসবে ইসি। নতুন দলের নিবন্ধন প্রক্রিয়া চলমান থাকার কারণে আগামী অক্টোবরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের পরিকল্পনা রয়েছে ইসির। এবারের সংলাপে আলোচ্যসূচি বিষয়ে স্পষ্ট কিছু জানানো হয়নি।

ইসি কর্মকর্তারা বলছেন, সংলাপে যাদের আমন্ত্রণ জানানো হবে, তাদের তালিকা তৈরির কাজ চলছে। সংলাপসূচি নির্ধারণের অন্তত এক সপ্তাহ বা ১০ দিন আগে দলগুলোকে চিঠি পাঠানোর পরিকল্পনা রয়েছে তাদের। সাপ্তাহিক ছুটি, পূজা অন্যান্য ছুটি বিবেচনায় নিয়ে অক্টোবরজুড়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ চলতে পারে। বর্তমান নির্বাচন কমিশনের প্রথম সংলাপ হচ্ছে এটা।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে



মন্তব্য
জেলার খবর