চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে ১৮ নভেম্বর

নিজস্ব প্রতিবেদক
২৩ সেপ্টেম্বর ২০২৫

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে হালনাগাদ করা চূড়ান্ত ভোটার তালিকা আগামী ১৮ নভেম্বর প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। এর আগে গত ৩১ আগস্ট সম্পূরক চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে ইসি। এ তালিকায় দেখা গেছে দেশের মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৬৩ লাখ হাজার ৫০৪ জন। এর মধ্যে কোটি ৪১ লাখ ৪৫৫ জন পুরুষ এবং কোটি ২২ লাখ হাজার ৮১৯ জন নারী  তৃতীয় লিঙ্গের মানুষ আছে ১ হাজার ২৩০ জন।

সোমবার (২২ সেপ্টেম্বর) হালনাগাদকৃত খসড়া ভোটার তালিকা প্রকাশ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভোটার তালিকা ডাটাবেজর্ভুক্ত ২০০৭ সালের ৩১ অক্টোবর বা তার আগে যাদের জন্ম এমন নাগরিকদের নিবন্ধনের জন্য  নাগরিকের চূড়ান্ত ভোটার তালিকায় অন্তর্ভুক্তকরণের লক্ষ্যে খসড়া ভোটার তালিকা প্রকাশ, দাবি, আপত্তি সংশোধনের আবেদন দাখিল এবং দাখিল করা আবেদন নিষ্পত্তি করতে সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

আগামী ২৫ অক্টোবরের মধ্যে হালনাগাদ করা খসড়া ভোটার তালিকার পিডিএফ প্রস্তুত মাঠ পর্যায়ে সংশ্লিষ্ট রেজিস্ট্রেশন অফিসারের সিএমএস পোর্টালে লিংক পাঠাতে হবে।  হালনাগাদ করা খসড়া ভোটার তালিকা মুদ্রণ করে নভেম্বর প্রকাশ করা হবে। দাবি, আপত্তি সংশোধনের জন্য আবেদন করা যাবে ১৬ নভেম্বরের মধ্যে। সংশোধনকারী কর্তৃপক্ষ কর্তৃক দাবি, আপত্তি সংশোধনীর জন্য দাখিল করা আবেদন নিষ্পত্তির শেষ সময় ১৭ নভেম্বর।

বিডি২৪অনলাইন/এনএন/এমকে



মন্তব্য
জেলার খবর