নিউইয়র্কে বিমানবন্দরে আখতারকে লাঞ্ছিত, জারাকে কূটক্তি

নিজস্ব প্রতিবেদক
২৩ সেপ্টেম্বর ২০২৫

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বিমানবন্দরে জাতীয় নাগরিক পার্টির সদস্যসচিব আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম ছোড়ার ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা বলছেন, সেখানকার আওয়ামী লীগ নেতা মিজানুর রহমানকে ডিম ছুড়তে দেখা গেছে। এছাড়া বিমানবন্দরে জাতীয় নাগরিক পার্টির যুগ্ন আহবায়ক ডা. তাসনিম জারাকে উদ্দেশ্য করে কটূক্তি করেন সেখানকার আওয়ামী লীগের সমর্থকেরা।

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যাওয়া প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী হিসেবে ঢাকা থেকে যাওয়া ৫ রাজনীতিবিদের মধ্যে তারা রয়েছেন। ওদিকে আখতার হোসেনকে ডিম মে/রে লাঞ্ছিত করার সঙ্গে জড়িত মিজানুর রহমানকে আটক করেছে দেশটির পুলিশ।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে



মন্তব্য
জেলার খবর