আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ, প্রস্ততি ও পর্যবেক্ষণের বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক করেছেন ইউরোপিয়ান ইউনিয়নের প্রাক-নির্বাচনী পর্যবেক্ষণ টিম।
সোমবার (২২ সেপ্টেম্বর) ঢাকার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এ বৈঠক হয়। বৈঠকে নির্বাচনের আগে ভোটের পরিবেশ, ইসির প্রস্তুতি ও সামনে নির্বাচনে ইইউ পর্যবেক্ষণ টিম পাঠাবে কিনা- এসব সার্বিক বিষয়ে ইসি সচিবালয়ের ভোট ব্যবস্থাপনা, পরিচালনা, আইন শাখা ও কারিগরি বিশেষজ্ঞসহ সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা হয়।
ইসির কর্মকর্তারা জানান, ইইউ প্রাক নির্বাচনী পর্যবেক্ষণ দল আগামী জাতীয় সংসদ নির্বাচন বিষয়ে সরকারি ও বেসরকারি বিভিন্ন অংশীজনের সঙ্গে আলোচনার পাশাপাশি ইসির সঙ্গেও বৈঠক করছে। ইসির সঙ্গে বৈঠকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি, ভোটের আগে সারা দেশে রাজনৈতিক পরিবেশ এবং অবাধ-সুষ্ঠু নির্বাচনের জন্য নেওয়া পদক্ষেপও তুলে ধরা হয়।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে