জাতীয় নির্বাচনে ক্যামেরা চায় না ইসি

নিজস্ব প্রতিবেদক
১১ সেপ্টেম্বর ২০২৫

 

দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিসিটিভি ক্যামেরা বডি ক্যামেরার ব্যবহারের ব্যাপারেকরণীয় কিছু নেইবলে সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশনের (ইসি)। ইসি থেকে এ সংক্রান্ত চিঠি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

জানা গেছে,  স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে নির্বাচনে সিসি টিভি ক্যামেরার বিষয়ে ইসির করণীয় জানতে চিঠি দেওয়া হয়ে। সেই চিঠির জবাবে ইসি বলেছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আগস্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন লজিস্টিক্যাল ইস্যু কর্মপরিকল্পনা প্রণয়ন বিষয়ক সভার কার্যবিবরণীর আলোচ্যসূচি -এর পরিপ্রেক্ষিতে নির্বাচনে সিসি টিভির বিষয়ে করণীয় কিছু নেই মর্মে নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছে।

নির্বাচন নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রস্তুতি সংক্রান্ত সভায় একগুচ্ছ নির্দেশনা দেন সরকার প্রধান। এর মধ্যে রয়েছে ঝুঁকিপূর্ণ কেন্দ্রে শান্তিপূর্ণ ভোটের জন্য করণীয় অনুসন্ধান, ভোটকেন্দ্রকে সিসিটিভির আওতায় আনা।

নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহও সাংবাদিকদের জানিয়েছিলেন, ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা পুলিশকে বডি ক্যামেরা দেওয়ার কথা বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। কিন্তু সিসি ক্যামেরা নিয়ে কমিশন ভাবছে না।  নির্বাচনে সিসি ক্যামেরার ব্যবহারকেও যৌক্তিক মনে করছে না ইসি।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে



মন্তব্য
জেলার খবর